ফটিকছড়িতে কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার

| রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ৭:২৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার শোভনছড়ি বনবিট এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধ বসতি উচ্ছেদ করে কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় ও শোভনছড়ি বিট কর্মকর্তা রাফি-উদ দৌলা সরকারের নেতৃত্বে গতকাল শনিবার দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বিট কর্মকর্তা রাফি-উদ দৌলা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল হাটহাজারী রেঞ্জের আওতাধীন শোভনছড়ি বিট এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনভূমি দখল করে অবৈধ বসতি নির্মাণ করে দখলের চেষ্টা চালায়। শনিবার এই বনভূমি উদ্ধারে দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একাধিক নির্মাণাধীন বাড়ি-ঘর ও বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করে প্রায় দুই একর বনভূমি উদ্ধার করা হয়। এসবের বাজার মূল্য প্রায় কোটি টাকা। বনভূমির সর্বোচ্চ সুরক্ষায় এই ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে সর্বাধিক গুরুত্ব রেজাউলের
পরবর্তী নিবন্ধথেমে গেল ল্যারি কিংয়ের কণ্ঠ