নেতাকর্মীদের পরিবারের মত ভালবাসতেন আতাউল হক

স্মরণসভায় মোছলেম

| শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১২:২৮ অপরাহ্ণ

বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আতাউল হকের স্মরণসভা গতকাল শুক্রবার বিকেলে গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। তিনি বলেন, আতাউল হক বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করেছেন। তার হাত ধরে বোয়ালখালীতে অনেক নেতাকর্মী সৃষ্টি হয়েছে। এদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার অবদান রয়েছে। তিনি নেতাকর্মীদের পরিবারের মতই ভালবাসতেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, আতাউল হকদের মত ত্যাগী রাজনীতিকদের আজ খুবই প্রয়োজন। আওয়ামী রাজনীতিতে আতাউল হকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন।
বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এস সেলিম, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মো. এমরান, আবদুল কাদের সুজন, শাহনেওয়াজ হায়দার শাহীন, আহমদ হোসেন, রফিক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, শফিউল আলম, রেজাউল করিম বাবুল, শফিকুল আলম, চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে এস এম জসিম উদ্দিন, মো. মোকারম, বেলাল হোসেন, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, শামসুল আলম ও শফিউল আজম শেফু।
উপস্থিত ছিলেন নুরুল আবছার হিরা, নুরুল হুদা, এম এ ইছা, রুস্তম আলী, আবদুর রউফ, সাইদুর রহমান খোকা, জহুরুল ইসলাম, এস এম জাকারিয়া, শেখ শহিদুল আলম, ওয়াসিম মুরাদ, সাইফুল ইসলাম, রিদুয়ানুল হক টিপু, আবুল মনসুর সিকদার, আবুল মোকারম, ইকবাল হোসেন তালুকদার, মো. মহিউদ্দিন, আবদুল মান্নান রানা, মিজানুর রহমান সেলিম, সাইদুর রহমান, জি এম বাবর চৌধুরী, আনিসুর রহমান বাবর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সাংবাদিকের ওপর হামলাকারী গ্রেফতার
পরবর্তী নিবন্ধভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা আজ