বাঁশখালীতে সাংবাদিকের ওপর হামলাকারী গ্রেফতার

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১২:২৮ অপরাহ্ণ

বাঁশখালীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মো. বেলাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের জি এস প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর জলদীর বাহার উল্লাহ পাড়া এলাকার মৃত আবদুল মাজেদের পুত্র।
পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারি সকালে সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এরপর বেলালকে প্রধান আসামি করে ও অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়। বাঁশখালী থানার ওসি মো. সফিউল কবীর বলেন, বেলালকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনৌকার বিজয় মানে মুক্তিযুদ্ধের চেতনার বিজয় : রেজাউল
পরবর্তী নিবন্ধনেতাকর্মীদের পরিবারের মত ভালবাসতেন আতাউল হক