নগরীর ৫নং ওয়ার্ডের পশ্চিম মোহরার কৃষ্ণ খাল পরিষ্কার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরশেন। গতকাল শুক্রবার চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের নির্দেশে বর্জ্য ও গৃহস্থালী আবর্জনায় ভরা খালটি পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মী ও সেবকরা প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখার সহযোগিতায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর খোরশেদ আলম সুজন বর্ষা মৌসুমে যাতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি না হয় সে লক্ষ্যে নগরীর বিভিন্ন খাল পরিষ্কার কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেন। তাঁর মেয়াদকালের সপ্তাহের প্রতি শুক্রবার খাল পরিস্কারের এই কাজ চলে। গতকাল শুক্রবার ১০টি ড্রাম ট্রাক, স্কেভেটর, পঞ্চাশ জন পরিচ্ছন্ন সেবক ও কর্মী পশ্চিম মোহরার কৃষ্ণ খাল পরিষ্কারের কাজে নিয়োজিত ছিল। তাদের এই কাজ তদারক করেন কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী। সাথে ছিলেন প্রশাসকের একান্ত ব্যক্তিগত সহকারী স্বরূপ কুমার দত্ত রাজু। প্রেস বিজ্ঞপ্তি।