বাঁশখালী পৌরসভা ২নং ওয়ার্ডের আশেকান আউলিয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক অসীম বড়ুয়ার পিতা জলদী ধর্মরত্ন বিহারের উপাসক করুণাময় বড়ুয়া (৭০) গতকাল শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেন। জলদী ধর্মরত্ন বিহারে ধর্মপাল মহাথেরর সভাপতিত্বে অনিত্য সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভা বক্তব্য দেন, বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি রাহুলপ্রিয় মহাথের, দেবমিত্র মহাথের, বৌধিরতন মহাথের, প্রজ্ঞাজ্যোতি থের, প্রকৌশলী অপু বড়ুয়া, সাংবাদিক সুপলাল বড়ুয়া, বড়ুয়া অনু, অধ্যাপক শ্যামল বড়ুয়া, উপন বড়ুয়া, স্থপতি প্রভাকরণ বড়ুয়া, সাংবাদিক সুবল বড়ুয়া প্রমুখ। অনিত্যসভা সঞ্চালনায় ছিলেন প্রণব বড়ুয়া। সভা শেষে জলদী শ্মশানভূমিতে দাহকার্য সম্পাদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।