৩নং পাঁচলাইশে গণসংযোগ : মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলর প্রার্থী কফিল উদ্দিনের ট্রাক্টর মার্কার সমর্থনে ৩নং পাঁচলাইশ এলাকায় গণসংযোগ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাবেক সদস্য মোহাম্মদ ঈছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু, রায়হান ইউসুপ, আব্দুল মান্নান ফেরদৌস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমান প্রমুখ।
বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন : বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. একেএম ফজলুল হক সিদ্দিকীর নেতৃত্বে নৌকা মার্কার প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ডক্টরস মেডিকেল টিমের নিয়মিত প্রচারণার অংশ হিসেবে পাথরঘাটা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. চন্দন দত্ত, সহ-সভাপতি ডাক্তার শওকত ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. উজ্জ্বল কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক ডাক্তার মনিরুল ইসলাম, ডা. আন্না রানী বিশ্বাস, আচল চক্রবর্তী প্রমুখ।
নন্দীরহাটে গণসংযোগ : রেজাউল করিমের নৌকা মার্কার সমর্থনে নন্দীরহাট উত্তর পাড়া পশ্চিমপাড়ায় প্রচারণা চালিয়েছেন মহানগর যুবলীগ নেতা শাহেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন আলাউদ্দীন, মোহাম্মদ রানা, মোহাম্মদ মঈনউদ্দীন, মোহাম্মদ হাসান, আরিফ, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ মোস্তফা, মোরশেদ, পারভেজ, মোহাম্মদ বাবু প্রমুখ।
যুবলীগ : রেজাউল করিম চৌধুরীরকে নৌকা প্রতীকে বিজয় করার লক্ষ্যে যুবলীগ চসিক নির্বাচন পরিচালনা কমিটির সাথে ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫, ২৬ ওয়ার্ড যুবলীগ নেতা-কর্মীদের করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নগরীর একটি কনভেনশন সেন্টারে সভায় সভাপতিত্ব করেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদিউল আলম বদি। চসিক নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব শহিদুল হক চৌধুরী রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, মহানগর আ’লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। প্রধান বক্তা ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মন্জুর আলম শাহীন, বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মাহমুদুল হক, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহাবুবুল হক সুমন। শুভেচ্ছা বক্তব্য দেন, রাখেন, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের আ’লীগের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী শেখ জাফরুল হায়দার চৌধুরী। বক্তব্য দেন, আকবর হোসেন, বেলায়েত হোসেন বেলাল, মাসুদ রেজা, শহিদুল ইসলাম মুুকবুল, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, রতন মল্লিক প্রমুখ।
চান্দগাঁও ও পাঁচলাইশ : রেজাউল করিম চৌধুরীর সমর্থনে গতকাল শুক্রবার চান্দগাঁও ও পাঁচলাইশের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ আওয়ামী লীগ নেতা শাহজাদা মহিউদ্দিন। এ সময় তিনি বিভিন্ন পথসভায় বক্তব্য দেন। গণসংযোগকালে তাঁর সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম উপ কমিটির সদস্য কে এম শহীদুল কাওসার, ফজলুল কবির সোহেল, মন্জুর মোর্শেদ অসীম প্রমুখ উপস্থিত ছিলেন।
গোসাইলডাঙ্গা যুবলীগ : চসিক নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থীর এম রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে গোসাইলডাঙ্গা ওয়ার্ড যুবলীগের উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়। গত ২১ জানুয়ারি রাতে ওয়ার্ডের বিভিন্নস্থানে গণসংযোগকালে উপস্থিত ছিলেন-জাকির মিয়া, মহিউদ্দিন জুয়েল, খোরশেদ আলম, সাইফুর রহমান, মো. সালাহউদ্দিন, সুমন দাশ গুপ্ত, এস এম গিয়াস উদ্দিন, বেলায়েত হোসেন, আবু তারেক, মো. জাবেদ, শফিক জাবেদ, মো. শরিফ, মো. মুন্না, মো. রবিন, মো. আজিজ, দেবু বড়ুয়া, অভিষেক দাশগুপ্ত, দিপাংকর সুশীল প্রমূখ।
পূর্ব নাসিরাবাদ পলিটেকনিক : নৌকার সমর্থনে গতকাল শুক্রবার সকাল থেকে পূর্ব নাসিরাবাদ পলিটেকনিক, মোজাফফর নগর ও রুবি গেইট এলাকায় গণসংযোগ করেন যুবলীগের সাবেক উপ-সমবায় সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শাহিনুল আলম শাহিন, মাকসুদ চৌধুরী, শহীদুল ইসলাম শহীদ, নুর মোহাম্মদ, শামীম, ঈশান আলম প্রমুখ।
নাসিরাবাদে হাবিবুর রহমান তারেক : রেজাউল করিমের সমর্থনে ভোট প্রার্থনা করে নাসিরাবাদে ঘরে ঘরে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক। গত বৃহস্পতিবার নাসিরাবাদ এলাকার উত্তর পাড়া, সিএন্ডবি কলোনী, আপন নিবাস গল্লি, মহিলা কলেজ মোড় বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মাহমুদুল হক, অ্যাডভোকেট দাউদুল ইসলাম ডেনী, সাজ্জাদ হোসেন টিপু, মোহাম্মদ শাহাজাহান, মাহির আসেদ বাবু, শওকত আলী, শাখাওয়াত হোসেন অপু প্রমুখ।
মোহরায় গণসংযোগ : রেজাউল করিমকে ভোট দিয়ে এলাকাবাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন চৌধুরী। গতকাল শুক্রবার উত্তর মোহরা এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন-জসিম উদ্দিন, খালেদ হোসেন খান মাসুক, এসকান্দার আলী, সৈয়দ মুজিবুল হক, এরশাদ হোসেন বিটু, মো. জাফর, আব্দুল মান্নান, নুরুল আব্বাস, মো. মুছা মেম্বার, নজরুল সওদাগর, মো. সিরাজ, আব্দুল মান্নান প্রমুখ।
মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদ : মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের উদ্যোগে রেজাউল করিম চৌধুরীকে এলাকাবাসীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে ২৬নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, আব্বাস পাড়া, চৌধুরী পাড়া, ও ফুল চৌধুরী পাড়ায় গণসংযোগ করেন শেখ মহিউদ্দীন বাবু। এসময় উপস্থিত ছিলেন, আকিবুর রহমান ইমরান, শফিকুল ইসলাম রাসেল, শেখ সাইমুন হাসান মাহমুদ, নাজমুল হাসান চৌধুরী প্রমুখ।
শ্রমিক লীগ : নৌকা প্রতীকের পক্ষে গতকাল শুক্রবার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন মহানগর জাতীয় শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবু। প্রচার অভিযান আান্দরকিল্লা মোড় থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন আবদুল মালেক, সাবের আহমদ, ফরিদুল আলম, কামাল উদ্দিন বাদল, জামাল উদ্দিন লিটন, শাহজাহান ভুইয়া, আশীষ চৌধুরী প্রমুখ।
বন্দর এলাকায় ইলিয়াসের গণসংযোগ : রেজাউল করিমের জন্য ভোট চেয়ে বন্দর এলাকার ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড, ৩৭ নং মুনির নগর ওয়ার্ড, ৩৮নং ওয়ার্ডে গণসংযোগ করেন মো. ইলিয়াস। এ সময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।