কর্ণাটকের শিবমোগা জেলায় একটি পাথর কোয়ারিতে ডিনামাইট বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। আবালাগেরে গ্রামের কাছে হুনাসন্ডির ওই কোয়ারিতে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
কোয়ারিতে এখনও কিছু ডিনামাইট সক্রিয় থাকতে পারে জানিয়ে কর্মকর্তারা আরও বিস্ফোরণের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। বিস্ফোরক নিস্ক্রিয়কারী দলকে খবর পাঠানো হয়েছে, পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে। যে ৮জন নিহত হয়েছে, তারা সবাই পাথর কোয়ারিতে ব্যবহারের বিস্ফোরক ট্রাকে করে নিয়ে এসেছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে। বিস্ফোরণে ওই ট্রাকটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, জানিয়েছে পুলিশ। পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে। ম্যাঙ্গালুরু ও ব্যাঙ্গালুরু থেকে কয়েক ঘণ্টার মধ্যেই বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছে যাবে। কিছু বিস্ফোরক এখনও সক্রিয় থাকতে পারে, যে কারণে বোম্ব ডিসপোজাল ইউনিট না আসা পর্যন্ত কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না, বলেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এস রভি।