চেন্নাইয়ের অদূরে অবস্থিত ছোট্ট গ্রাম থুলাসেন্থিরাপুরমের নাম কয়েকদিন আগেও জানা ছিল না অনেক ভারতীয়দেরই। অথচ এখন সেই গ্রামকে চিনেছে গোটা বিশ্ব। কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখিয়ে ফেলা কমলা হ্যারিসের নাড়ির যোগ রয়েছে এই গ্রামের সঙ্গে। খবর বাংলানিউজের।
আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি সেখানকার ভাইস প্রেসিডেন্ট পদে বসলেন। কমলা হ্যারিসের গ্রামে এখন তাই সোনালী ধানের সারিতে লেগেছে খুশির হাওয়ার দোল। কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানিয়ে তামিলনাড়ুর থুলাসেন্থিরাপুরম গ্রামে এখন উৎসবের আমেজ। বাড়ির উঠোনে রঙিন আলপনা এঁকে কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানান তারা। উচ্ছ্বাস গ্রামের সকল বাসিন্দাদের মধ্যে। অনেকে তো তার নামে পুজোও দিয়েছেন। কমলার ছবি দিয়ে পোস্টারও টাঙানো হয়েছে গ্রামে।