ইরাকের রাজধানী বাগদাদে বাণিজ্যিক এলাকায় জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার বাগদাদের কেন্দ্রস্থলে তায়ারান চত্বরে ওই হামলায় অন্তত ৩২ জন নিহত ও ১১০ জন আহত হয়। আইএসের আমাক সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল শিয়া মুসলিমরা। খবর বিডিনিউজের।