হাজী আব্দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১১:৪১ পূর্বাহ্ণ

হাটহাজারীর নজুমিয়ার হাটে হাজী আব্দুর রহমান স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় মাঠে সম্পন্ন হয়। টুর্নামেন্টে ৩২ টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় উত্তর মোহরা ফয়সাল একাদশ ১ -০ গোলে বুড়িশ্চর হাজী মুন্সি মিয়া স্মৃতি সংসদকে পরাজিত করে মচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এসএম মহিউদ্দিন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএর সাবেক বোর্ড সদস্য ইউনুস গনি চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ জাহেদ হোসাইন, ডাঃ খালেদা বেগম, মোহাম্মদ আজম, মোহাম্মদ ইলিয়াস, মনিরুজ্জামান মনি, কাউছার মিয়া, জাহাঙ্গীর আলম, আলহাজ্ব নাজিম উদ্দীন চৌধুরী, নুরুন্নেছা বেগম, মোহাম্মদ ওসমান, মেম্বার রুমান, মোহাম্মদ মুছা, মোহাম্মদ আবছার। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএম রবি। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ হেলাল । চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৬ হাজার টাকা সহ ট্রফি প্রদান করা হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোহাম্মদ রাকিব।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর পুকুরিয়ায় ক্রিকেট টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধআবদুর রহমান স্মৃতি ও চিটাগাং ইউনাইটেড জয়ী