বাঁশখালী পুকুরিয়া চাঁদপুর মাঠে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে । শুক্রবার বিকালে চাঁদপুর ১৪নং মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: খোরশেদ আলম। টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দরবন জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী চাঁদপুর বেলগাঁও চা বাগানের ব্যবস্থাপক মো: আবুল বাশার। অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ কমরুদ্দীন ,ইউপি সদস্য আমজাদ হোসেন, ফরিদ আহমদ, মো: নুরুল হোসেন লিটু,আকবর খান, মোহাম্মদ আলী, আবদুল কাদের, মো:মহি উদ্দীন, মাহফুজুল হক, জিয়াদ সিকদার, আবদুল কাইয়ুম, কফিল উদ্দীন, নুর মোহাম্মদ,ফরহাদ হোসেন, প্রমুখ । প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু খেলাধুলাকে গুরুত্ব দিতেন,এজন্য তিনি একজন সংগঠক হিসেবেও দক্ষ ব্যক্তি ছিলেন। শিক্ষার পাশাপাশি যুব সমাজ খেলাধুলায় জড়িত থাকলে অপরাধমূলক কাছ থেকে দূরে থাকবে।
বর্তমান সরকার ক্রীড়া সংস্কৃতিকে গুরুত্ব দিয়েছে । এজন্য বিনোদনের ক্ষেত্রে অত্র এলাকায় একটি মিনি স্টেডিয়াম খুবই প্রয়োজন ।