ঘুরে দাড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ১০:০২ পূর্বাহ্ণ

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারাতে চায়না ক্যারিবীয়রা। আজ তাই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামার প্রত্যয় ঘোষনা করেছে ক্যরিবীয়রা। আজ মিরপুরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াচ্ছে। এরপর সিরিজের বাকি ওয়ানডে ম্যাচটি চলে যাবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরিতে। বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই নিশ্চিত সিরিজ। অন্যদিকে সিরিজ বাঁচাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ শিবির। সেটাই দ্বিতীয় ম্যাচ পূর্ববর্তী সংবাদসম্মেলনে জানালেন উইন্ডিজ ক্রিকেটার অ্যালজারি জোসেফ।
প্রথম ম্যাচে সাকিব আল হাসান ও হাসান মাহমুদের বোলিং তোপে মাত্র ১২২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন কাইল মায়ার্স।
স্বল্প রানের এই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩.৫ ওভারেই ছয় উইকেট হাতে রেখে কাঙ্খিত জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। জোসেফ জানান, আমরা যেভাবে খেলতে েেচয়েছিলাম ঠিক সেভাবে খেলতে পারিনি। সবাই জানে দলে তাদের কীভাবে অবদান রাখতে হবে। দ্বিতীয় ওয়ানডেতে আমরা শক্তভাবে ফিরে আসার জন্য তৈরি। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে স্বরুপে ফেরার ইঙ্গিত তাই দিলেন জোসেফ। তিনি বলেন, আমরা প্রথম ম্যাচে রান করতে পারিনি। তবে দ্বিতীয় ম্যাচে আমরা আরও ভালো করব বলে বিশ্বাস করি।
আমরা প্রথম ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারিনি এটা সবাই দেখেছে। কিন্তু পরের ম্যাচে আমরা শক্তভাবেই ফিরব। তিনি বলেন আমাদের দলের সবাই জানে এই ওয়ানডেটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ এটা কেবল একটা ম্যাচ নয়, এটা একটি সিরিজ। এই ম্যাচ হারলে সিরিজটাই চলে যাবে আমাদের হাত থেকে। দলের সবাই এই ম্যাচ খেলার জন্য অনেক আত্মবিশ্বাসী এবং নিজেদের সেরাটা দিতেও প্রস্তুত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস সেপাক টাকরো কমিটির সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধমুজিব বর্ষ টি-২০ ক্রিকেটে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব জয়ী