সিজেকেএস সেপাক টাকরো কমিটির সভা অনুষ্ঠিত

| শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ১০:০২ পূর্বাহ্ণ

সিজেকেএস সেপাক টাকরো কমিটির এক সভা গতকাল বৃহষ্পতিবার সকালে এম এ আজিজ স্টেডিয়ামস্থ কনফারেন্স হলে
অনুষ্ঠিত হয়। কমিটির ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ্‌ চৌধুরীর সভাপতিত্বে এবং গিয়াস উদ্দিন বাবরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী ২৯ ও ৩০ জানুয়ারি নাটোরে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের ব্যাপারে আলোচনা হয় এবং বাজেট পাশ করা হয়। এ লক্ষ্যে মো. সাইফুল্যাহ্‌ মুনিরকে টিম ম্যানেজার ও লুৎফুল করিম সোহেলকে কোচ মনোনীত করে অনুশীলন শেষে দলগঠনের দায়িত্ব দেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সৈয়দ শাহাবুদ্দিন শামীম, আমিনুল ইসলাম, শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, লুৎফুল করিম সোহেল, গিয়াস উদ্দিন বাবর, মো. সাইফুল্যাহ্‌ মুনির, মুজিবুর রহমান, আল মামুনুল করিম বিদ্যুৎ, মাসুদুল ইসলাম, আল হাসান মঞ্জুর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগোলাম রহমান স্মৃতি ক্রিকেটে শতাব্দীর জয়
পরবর্তী নিবন্ধঘুরে দাড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ