হাটহাজারীতে রেলের ৩০ লাখ টাকার জমি উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ৯:৫০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে অভিযান চালিয়ে রেলের ৩০ লাখ টাকার জমি উদ্ধার করা হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার নাজিরহাট এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন বলেন, জনৈক সিরাজুল ইসলাম নামে একব্যক্তি রেলওয়ে কর্তৃপক্ষ থেকে কৃষি কাজের জন্য ৫১ শতাংশ জমি ইজারা নেয়। পরে সে সেখানে ১৭টি সেমিপাকা ঘর, দুটি দোকান, একস্থানে একটি দ্বিতল ভবন করে ভাড়া টিয়া বসিয়ে মাসে মাসে ভাড়া আদায় করে আসছিল এবং খালের ওপর বায়ুগ্যাস প্ল্যান্ট স্থাপন করে। এমনকি রেলের জায়গায় সুউচ্চ সীমানা প্রচীর নির্মাণ করে রেখেছে। এব্যাপারে জানতে চাইলে ইজারাদার রেল কর্তৃপক্ষের নিকট থেকে ইজারা নিয়েছে বলে জানান। তাকে কাগজপত্র দেখাতে বললে ইজারাদার যে কাগজ দেখান তাতে ইজারার মেয়াদ গত বছর শেষ হওয়ার প্রমাণ পাওয়া যায়। তাই অভিযান চালিয়ে রেলের ৩০ লাখ টাকার জমি উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকিন্ডার গার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধকরোনাকালীন সঙ্কটে শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফের দাবি