স্ত্রীসহ সুজন করোনামুক্ত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ৯:৪৫ পূর্বাহ্ণ

দুই সপ্তাহ বাসায় আইসোলেশন শেষে করোনামুক্ত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক খোরশেদ আলম সুজন ও তার স্ত্রী সহকারী অধ্যাপক তাহমিনা আকতার। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের একটি ল্যাবে দ্বিতীয় দফা পরীক্ষায় করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে সুজন দম্পতির। প্রশাসক সুজন করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রশাসকের ব্যক্তিগত সহকারী স্বরূপ কুমার রাজু। এর আগে ৬ জানুয়ারি সন্ধ্যায় দুইজনের করোনা পজেটিভ আসে।
তখন থেকে হোম আইসোলেশনে থাকলেও সিটি কর্পোরেশনের কার্যক্রমের গতি ধরে রাখতে ভিডিও কলের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজের নিয়মিত খোঁজ খবর রেখেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে সাড়ে তিন হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত