ঝাউতলায় এলজি ও কার্তুজসহ গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ৯:৪২ পূর্বাহ্ণ

নগর গোয়েন্দা পুলিশের হাতে দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ গাজী মো. শাহজাহান (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। গত বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর খুলশী থানাধীন ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। তাকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া শাহজাহান ভূজপুর থানাধীন আন্ধারমানিক সিকদার বাড়ির মৃত গাজী মো. ফারুকের ছেলে।
সিএমপির অতি. উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ৭টার দিকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া গাজী মো. শাহাজাহানের বিরুদ্ধে খুলশী থানাতে আগেও মারামারি ও মাদক আইনে আরও দুটি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে গাছ থেকে পড়ে শ্রমিক নিহত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমির নির্বাচন পরিচালনা কমিটির সভা