এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ১৯ জানুয়ারি আকবরশাহ ওয়ার্ড কার্যালয়ের সামনে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড নুরুল ইসলাম রাসেলের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। ফয়েজ আহমেদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, জিয়াউদ্দিন লুবন, প্রফেসর নূর নবী পারভেজ, নুরুল ইসলাম রাসেল, আব্দুর রহিম, সাজেদা বেগম সাজু, ফরিদা আক্তার, সোনিয়া আক্তার, আয়েশা বেগম। সভা শেষে প্রধান অতিথি শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
সামাজিক সংগঠন ‘হাসি’ : মানব সেবামূলক সংগঠন হাসির উদ্যোগে গতকাল আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল, শিলালিয়া ও তিশরী গ্রামের দুই শতাধিক দরিদ্র-অসহায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সৌদি আরব প্রবাসী মোসলেহ উদ্দিন মুন্নার উদ্যোগে ধারাবাহিক মানব সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। এদিকে গতকাল বিকাল ৪টায় শিলালিয়া সত্য নারায়ন রাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে শিলালিয়া-তিশরী গ্রামের শতাধিক লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, ডা. নারু গোপাল দাশ, কাজল কান্তি দাশ, বসুলাল দাশ, সমীর দাশ, দীপক দাশ, লিটন চৌধুরী, ডা. অসীম দাশ, রনজিত দাশ লালু, হরিদাশ, রূপন দাশ। ভিংরোলে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন পরৈকোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল মালেক, আবুল হাশেম, মো. আলী ডিলার, মো. লোকমান, মো. গিয়াস উদ্দিন, মো. লোকমান প্রমুখ।
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ : বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে গত ১৮ জানুয়ারি উপজেলা পরিষদ ডাকবাংলোতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আইডিইবি ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাফর আহমেদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী জাগৃতি ক্লাবের সভাপতি লোকমান চৌধুরী, আ.লীগ নেতা আজম উদ্দিন, চট্টগ্রাম পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক ভিপি আবু তাহের। সংগঠনের সভাপতি প্রণব কুমার মহাজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আল মাসুদের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন আবদুল খালেক, সনাতন চক্রবর্তী, এসএম মাহফুজুর রহমান, মহিবুল হক, আশরাফুল আলম, খোরশেদ আলম, মনির আহমেদ, মহিম পারভেজ, জয়নাল আবেদীন শাওন, লিটন, জাবেদ, রুবেল বড়ুয়া প্রমুখ।
ম্যাগপাই প্রি ক্যাডেট স্কুল: নগরীর সরাইপাড়ার মৌসুমীস্থ ম্যাগপাই প্রি ক্যাডেট স্কুলের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান স্কুলের প্রধান শিক্ষক এম,আব্বাস উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও রিয়াজুল আলম রিয়াজের পরিচালনায় গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ও কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোঃ নুরুল আমিন। উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক মাহমুদুল হাসান, উপাধ্যক্ষ রিনা বেগম, শিক্ষিকা আখিঁ, আনিকা, সায়মা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।