কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের গতকালের খেলায় জয় পেয়েছে দ্যা নাইটস অফ চট্টগ্রাম এবং স্টুডিও চট্টগ্রাম। কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে দ্যা নাইটস অফ চট্টগ্রাম ৮ উইকেটে কর্ডিয়াল ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা কর্ডিয়াল ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। জবাবে দ্যা নাইটস অফ চট্টগ্রাম ১৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে। বিজয়ী দলের আরিফ ৫৩ বলে ৫২ রান করার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ক্লিপটন গ্রুপের পরিচালক এম ডি এম মহিউদ্দিন চৌধুরী।
দিনের দ্বিতীয় ম্যাচে স্টুডিও চিটাগাং ৪ উইকেটে এ. জে. ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা এ. জে. ক্রিকেট একাডেমি ১৮.৫ ওভারে মাত্র ৮৯ রানে অলআউট হয়। জবাবে স্টুডিও চিটাগাং ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। বিজয়ী দলের বাবু ৩৫ বলে ২২ রান করার পাশাপাশি ৪ ওভার ১৯ রানে ৩ উইকেট নেয়ার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন বিজেএমই এর পরিচালক মো. বেলায়েত হোসেন।