তবে তার জন্য হালাল যা পূর্বে নিয়েছিলো; এবং তার কাজ আল্লাহর প্রতি সোপর্দকৃত। আর যে এখন এমন আচরণ করবে, তবে তারা দোযখবাসী, তারা তাতে দীর্ঘস্থায়ী হবে।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৭৫) সূরা বাক্বারা।
মুসলমান নেকী অর্জনের আশায় তাহার পরিবারবর্গের জন্য যাহা ব্যয় করে তাহা তাহার পক্ষে ছাদকা।
– আল-হাদিস (বোখারী, মোসলেম)।
চোখ-কান দুই-ই সজাগ না রাখলে চলচ্চিত্রের ভাষা বোঝা যায় না।
– সত্যজিৎ রায়।