কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিববর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের গতকালের খেলায় জিতেছে পোর্ট সিটি ক্রিকেট একাডেমি এবং কমিশনার আব্দুর রহমান ভূইয়া স্মৃতি সংঘ। দিনের প্রথম খেলায় পোর্ট সিটি ক্রিকেট একাডেমি ৫ উইকেটে কর্ডিয়াল ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। এ ম্যাচে টসে হেরে কর্ডিয়াল ক্রিকেট একাডেমি ১৯ ওভারে ৮ উইকেটে ৯৭ রান সংগ্রহ করে। জবাবে পোর্ট সিটি ক্রিকেট একাডেমি মাত্র ১৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের রুবেল ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ৩ উইকেট পান এবং ২৫ বলে ৩৯ রান তুলে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার শাহাদাত হোসেন দিপু।
দিনের দ্বিতীয় খেলায় কমিশনার আব্দুর রহমান ভূইয়া স্মৃতি সংঘ ১৪৮ রানের বিশাল ব্যবধানে স্টুডিও চিটাগাং দলকে পরাজিত করে।
টসে জিতে কমিশনার আব্দুর রহমান ভূইয়া স্মৃতি সংঘ প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৯১ রান করে। জবাবে স্টুডিও চিটাগাং ১৪ ওভারে মাত্র ৪৩ রানে অলআউট হয়ে যায়। বিজয়ী দলের হাসনাত ৫১ বলে ৪৯ রান এবং ২ ওভার বল করে ১ রান দিয়ে ২টি উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলম।