ওটিটি প্লাটফর্ম সিনেমাটিকে মুক্তিপ্রাপ্ত ওয়েব চলচ্চিত্র ‘জানোয়ার’ নিয়ে আলোচনা চলছে ফেসবুকে। নির্মাতা রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্রটি বৃহস্পতিবার মুক্তির পর থেকেই চলচ্চিত্র বিষয়ক ফেসবুক গ্রুপগুলোতে আলোচনা চলছে ছবিটি নিয়ে। খবর বিডিনিউজের।
দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, দর্শকরা দেখিয়ে দিলেন কনটেন্ট হিট হতে কিছুই লাগে না, শুধু কনটেন্টেরর জোর থাকলেই হয়। ‘জানোয়ার’ ফিল্মের জন্য আপনাদের ভাললাগা, পাগলামি, উল্লাস আবারো সেটাই প্রমাণ করলো। ভাল কনটেন্ট হলে এর ফলও ভালই হবে। ওয়েব চলচ্চিত্রটি নির্মিত হয়েছে গাজীপুরে ঘটে যাওয়া এক ভয়াবহ ডাকাতি ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে। এতে অভিনয় করেছেন তাসকিন রহমান, রাশেদ মামুন অপু, ফরহাদ লিমন, জাহাঙ্গীর আলম, জামশেদ শামীম, আর এ রাহুল, এলিনা শাম্মী, মুনমুন আহমেদ, আরিয়া অরিত্র ও মাহফুজুর রহমান। লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেশনস।