শুরু হচ্ছে সিসিমপুরের সিজন-১৩

| বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

নতুন বছরের শুরুতেই শুরু হচ্ছে শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের নতুন মৌসুম। আগামী শুক্রবার থেকে সিজন-১৩ এর আনকোরা পর্বগুলো দেখা যাবে তিনটি টেলিভিশনের পর্দায়। নতুন সিজনের পর্বগুলোতে শিশুদের খেলার মাধ্যমে শেখাকে গুরুত্ব দেওয়া হয়েছে যা শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এই সিজনে শিশু ও তার পরিবারকে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়া নতুন সিজনের পর্বগুলোতে সিসিমপুরের চরিত্র গ্রোভার ও রায়া খেলতে খেলতে শেখার নানা বিষয় নিয়ে হাজির হবে শিশুদের সামনে। আর সিসিমপুরের জনপ্রিয় চরিত্র ইকরি তার বন্ধুদেরকে বাংলা বর্ণমালা লিখতে শেখাবে। মজার এনিমেশন, স্যান্ডআর্ট ও গ্রাফিঙের মাধ্যমে শিশুরা শিখবে বাংলা বর্ণ ও শব্দ।
আগামী শুক্রবার থেকে বিটিভি, দুরন্ত টেলিভিশন এবং মাছরাঙা টেলিভিশনে সিসিমপুরের সিজন-১৩ প্রচার শুরু হবে। প্রতি শুক্রবার দুরন্ত টিভিতে সকাল ৮টায়, মাছরাঙা টেলিভিশনে সকাল ৯টায় এবং বিটিভিতে সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে সিসিমপুরের নতুন পর্বগুলো।

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে সিপিডিএলের কমার্শিয়াল প্রপার্টির যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধআলোচনায় এক ওয়েব চলচ্চিত্র