এবার চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের নির্দেশনায় পরিষ্কার করা হল ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের বামনশাহী খাল। গতকাল মঙ্গলবার ভোর থেকে খালে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় চসিকের পরিচ্ছন্নকর্মীরা। তাদের সহযোগীতা করে কর্পোরেশনের প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখা। দীর্ঘদিন পরিষ্কার না করায় নগরীর এই খালটি কচুরিপানা ও গৃহস্থালি বর্জ্যে ভরে যায়। ফলে পানি প্রবাহ বন্ধের পাশাপাশি বৃদ্ধি পায় মশার বংশ বিস্তার। পরিচ্ছন্ন অভিযান চালানোর ফলে খালে পানি চলাচল স্বাভাবিক হয়। ধ্বংস হয় মশার আবাসস্থল। পরিচ্ছন্ন অভিযান চলাকালে অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী ও প্রশাসকের একান্ত সচিব সৌরভ দত্ত রাজু উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।