প্রায় দশ মাস পর আবার মাঠে নামছে বাংলাদেশ দল। ২০২০ সালের ৫ মার্চ সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর করোনার কারণে কেটে গেছে দশ মাসের মতো সময়। নানা অনিশ্চয়তা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। করোনার প্রাদুর্ভাব শেষ না হলেও দীর্ঘ বিরতির পর আবার মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। একই সাথে এই সিরিজ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ দলের অল রাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার দেশের জার্সি গায়ে মাঠ নামছে সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে গড়াচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সকাল সাড়ে ১১ টায় শুরু হবে ম্যাচটি। সারা বিশ্বে করোনার প্রকোপ না কাটলেও বিশ্বব্যাপী শুরু হয়ে গেছে খেলাধুলা। উপমহাদেশে দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক সিরিজ। প্রথম দল হিসেবে বাংলাদেশ সফর করছে ওয়েস্ট ইন্ডিজ।
এরই মধ্যে বাংলাদেশে দুটি বেশ বড় টুর্নামেন্ট সম্পন্ন হলেও আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়াচ্ছে এবারই। করোনাকালীন সব ধরনের নিয়ম মেনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পন্ন করেছে সব প্রস্তুতি। তবে টাইগার শিবিরের জন্য সবচাইতে আশার কথা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারছে তারা। যদিও এই সিরিজের পর ডেডলক খুলে যাবে টাইগারদের জন্য। কারণ এরপর নিউজিল্যান্ড এবং শ্রীলংকা সফর করবে তামিম-সাকিবরা। তার আগে বাংলাদেশে এই সিরিজটাকে স্মরণীয় করে রাখতে চায় স্বাগতিক দল। যদিও এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল তাদের পূর্ণশক্তি নিয়ে আসেনি। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আসেনি এই সফরে। তারপরও ওয়েস্ট ইন্ডিজ দলকে সমীহ করেই মাঠে নামতে চাইছে টাইগাররা।
ক্রিকেট ঐতিহ্যের ধারক ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে বাংলাদেশ দলের রেকর্ড খুব বেশি ভালো নাহলে ও সবশেষ সিরিজ গুলোতে বাংলাদেশ দলের রয়েছে একচ্ছত্র আধিপত্য। দেশের মাটিতে এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুটি সিরিজই জিতেছে বাংলাদেশ ২-১ ব্যবধানে।
অপরদিকে ২০১৯ সালে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচের তিনটিতেই জিতেছিল বাংলাদেশ। আর সবশেষ বিশ্বকাপেও জয় টাইগারদের। দু’দলের সবশেষ ১০ মোকাবেলায় ৮টিতেই জিতেছে বাংলাদেশ। তাও আবার পূর্ণশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কাজেই বর্তমান দলটি নিয়ে খুব বেশি চিন্তা থাকার কথা নয় স্বাগতিক বাংলাদেশের। তারপরও দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বাংলাদেশ খুব সাবধানে এগুতে চায়। তার উপর এই ম্যাচ গুলোর উপর নির্ভর করবে আগামী বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে নাকি বাছাই পর্ব খেলতে হবে।
এরই মধ্যে বাংলাদেশ দলের কোচ এবং অধিনায়ক দুজনই ঘোষণা করেছে সামনে যত ম্যাচ আসছে সেগুলোতে পয়েন্ট হারাতে চায় না তারা। আর সে মিশনটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু করতে চায়। এরই মধ্যে সিরিজের জন্য সেরা দল গঠন করেছে বাংলাদেশ। ফিরেছেন সাকিব। তরুণ এবং অভিজ্ঞদের নিয়ে গড়া দলটি নিয়ে দারুন কিছু করার আশা কোচ এবং অধিনায়কের। আজ মাঠে নামছে বাংলাদেশ। করোনার বাধা টপকে শুরুটা কেমন করে বাংলাদেশ সেটাই এখন দেখার অপেক্ষা।











