আ. লীগে বিদ্রোহীদের দমাতে শেষ প্রচেষ্টা

চট্টগ্রামে একাধিক কেন্দ্রীয় নেতা, ওয়ার্কিং কমিটির সভা আজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিদ্রোহীদের নিবৃত্ত করার শেষ প্রক্রিয়া শুরু হবে আজ থেকে। কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যস্থতায় মান-অভিমান নিরসন করে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার চেষ্টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের অনেক নেতা এখন চট্টগ্রামে অবস্থান করছেন।
মাঠ পর্যায়ের জরিপে নগরীর অনেক ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কারণে প্রতিদিনই কোথাও না কোথাও সংঘর্ষের ঘটনা ঘটছে। নিজেরা নিজেদের প্রতিদ্বন্দ্বী হওয়ায় অনেক ওয়ার্ড হাতছাড়া হতে পারে। এমন আশঙ্কায় ইতোমধ্যে মহানগর আওয়ামী লীগ অনেক উদ্যোগ নিয়েছে। সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে বিদ্রোহীদের দমনে এবার কেন্দ্রীয় নেতারা হস্তক্ষেপ করবেন। এদিকে, চট্টগ্রাম এসেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মাহবুব উল আলম হানিফ। গত তিন-চার দিন ধরে চট্টগ্রাম অবস্থান করছেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। গত সোমবার চট্টগ্রাম এসেছেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। গতকাল চট্টগ্রাম এসেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। মাহবুব উল আলম হানিফের সাথে এসেছেন শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী এবং শ্রম ও জনকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
এদিকে আজ বুধবার দুপুর ১২টায় আওয়ামী লীগের দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ে জরুরি ওয়ার্কিং কমিটির সভা আহ্বান করা হয়েছে। সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন আজাদীকে বলেন, বুধবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির জরুরি সভা আহ্বান করেছি। এতে হানিফ ভাই উপস্থিত থাকবেন। এটা আমাদের দলীয় সভা। নির্বাচনী সভা না। নির্বাচনী সভায় হানিফ ভাই উপস্থিত থাকতে পারবেন না।

পূর্ববর্তী নিবন্ধমোশাররফকে প্রধান সমন্বয়ক করায় ইসিতে অভিযোগ বিএনপির
পরবর্তী নিবন্ধএইচএসসির ফলাফল তৈরি, প্রকাশ করতে সংসদে বিল