নগরীর সদরঘাট থানাধীন বাংলাবাজার রোডের এক নম্বর জেটি সংলগ্ন মসজিদের পাশে নৌ বাণিজ্য দপ্তরের নিজস্ব ভবন নির্মাণের জন্য ৫ দশমিক ৫৮ কাঠা জমি হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল সকালে বন্দর চেয়ারম্যানের কক্ষে আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় চট্টগ্রাম নৌ বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দিন আহমেদের হাতে জমির কাগজ তুলে দেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ। জমি হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ পরিবহন অধিদপ্তর ঢাকার মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিন, নৌ পরিবহন অধিদপ্তর, ঢাকার চীফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার এম মঞ্জুরুল কবিরসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি