নির্বাচনে হেরে কান ধরে মাঘের ঠাণ্ডা পানিতে ডুব

| মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

পৌরসভা নির্বাচনে হেরে কান ধরে মাঘের ঠাণ্ডা পানিতে অনেকগুলো ডুব দিলেন এক কাউন্সিলর প্রার্থী। এরপর জীবনে আর কখনও ভোট করবেন না বলে অঙ্গীকার করে আবার কান ধরে উঠবস করলেন তিনি। তার নাম মোকলেছুর রহমান। তিনি মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে শোচনীয় পরাজয় বরণ করেছেন। বাড়ির পাশের খালের পানিতে কান ধরে উঠবস করে তিনি এ শপথ করেন। যার ৫২ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওয় দেখা গেছে, শীতের সকালে ঠান্ডা পানিতে কান ধরে পানিতে ডুব দিচ্ছেন মোকলেছুর রহমান। এ সময় তিনি বলছেন, ‘আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত কমিশনার ভোট আর করবো না, করবো না, করবো না।’ এ সময় তিনি ঠান্ডা পানিতে সাতটি ডুব দিয়ে আর কখনও ভোট না করার প্রতিজ্ঞা করেন।
মোকলেছুর রহমান বলেন, সবাই আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত দেখলাম টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে। ভোটের আগের দিন দুপুরবেলা পর্যন্ত আমার ভোট ছিল। দুপুরের পর বিক্রি হয়ে আমার ভোট আর নেই। দেখছি হাজারের নোট সবার পকেটে পকেটে চলে গেল। আর আমার ভোট উল্টে গেল। এতে মানুষের মনোভাব আমি বুঝতে পেরে আমি আর ভোট না করার শপথ করলাম। বুঝলাম ভালো লোকের জন্য ভোট না। উল্লেখ্য, ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থী পেয়েছেন ৩৩৪ ভোট। তার পরে দুজন পেয়েছেন ৩১৭ ও ২৬৩ ভোট। আর মোকলেছুর রহমান ১২৫ ভোট পেয়ে চতুর্থ হন।

পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের ৯ম বিশেষ সভা
পরবর্তী নিবন্ধদুস্থদের মাঝে ইউসিটিসির শীতবস্ত্র বিতরণ