কাপ্তাইয়ে ক্রিকেট শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাসব্যাপী স্কুল ছাত্রদের অংশ গ্রহণে ক্রিকেট প্রশিক্ষণ কোর্স গত ১৭ জানুয়ারী সমাপ্ত হয়। পরে প্রশিক্ষনার্থী স্কুল ছাত্রদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবির খিয়াং, রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসার স্বপন কুমার চাকমা ও কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন আজাদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহবুব হাসান বাবু। ক্রিকেট প্রশিক্ষণে উপজেলার ৭টি স্কুলের ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধগোলাম রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে সিসিএ’র দ্বিতীয় জয়
পরবর্তী নিবন্ধভ্যাকসিনে অগ্রাধিকার পাবে ক্রিকেটাররা