প্রিয়াঙ্কাকে হনুমানের চড়!

| মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

হনুমানের চড় খেয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এটি কোনো নিন্দুকের গল্প নয়, কোনো চলচ্চিত্রের দৃশ্যও নয়। বরং বাস্তবে এমন ঘটনা ঘটেছিল এই বিশ্ব সুন্দরীর জীবনে। সেই ঘটনা প্রকাশ্যে এনেছেন প্রিয়াঙ্কা নিজেই। কপিল শর্মার চ্যাট শোয়ে হাজির হয়ে চড় খাওয়ার অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া জানান, তখন তিনি তৃতীয় শ্রেণিতে পড়েন। স্কুল মাঠের পাশে গাছের ডালে বসেছিল একটি হনুমান। হনুমানটি নিজের শরীর পরিষ্কার করছিল। আর তা দেখে খুব হেসেছিলেন প্রিয়াঙ্কা। বোধহয় তার হাসিতেই ক্ষুণ্ন হয় হনুমানটি। গাছের ডাল থেকে নেমে হনুমানটি সোজা গিয়ে প্রিয়াঙ্কার গালে চড় বসিয়ে দেয়।
আর তাতেই প্রিয়াঙ্কার গালে হনুমানের ৫ আঙুলের ছাপ বসে যায়। হাসতে হাসতে প্রিয়াঙ্কা চোপড়া বলেন হনুমানটি নিচে নেমে এলো আর আমাকে চড় মেরে চলে গেল! এ অভিনেত্রীর ছোটবেলার এই ঘটনা শুনে হাসি ধরে রাখতে পারেননি উপস্থিত কেউ-ই। এমনকি উপস্থাপক কপিল শর্মাও হেসে গড়াগড়ি খান। সঙ্গে এও জানান, তাকেও একবার হনুমান কামড়ে দিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধনাচতে গিয়ে বিড়ম্বনায় মাহি
পরবর্তী নিবন্ধআকাশে প্লেন থেকে রকেট উৎক্ষেপণ প্রথম সাফল্য ভার্জিনের