দেশের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। এ পরীক্ষা আগামী এপ্রিলে হতে পারে। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, সরকারি মেডিক্যাল কলেজগুলোতে মোট ১ হাজার ১০০ র মতো আসন বাড়ানো হবে। এর ফলে আরও অধিক সংখ্যক শিক্ষার্থী সরকারি মেডিক্যাল কলেজে পড়তে পারবে। খবর বাংলানিউজের।
সূত্র জানায়, এইচএসসি ও সমমানের ফল প্রকাশে বিলম্ব হওয়ায় এবার এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে প্রস্তাব পাঠিয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। প্রস্তাব অনুযায়ী আগামী ২ এপ্রিল এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজনের অনুমতি চাওয়া হয়েছে। সমপ্রতি অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে পরীক্ষার তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, সমপ্রতি সরকারি মেডিকেল কলেজগুলোতে ২৮২টি আসন বাড়ানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দেশের নতুন একটি মেডিকেল কলেজ (সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ)সহ মোট ১৮টি সরকারি মেডিকেল কলেজে এসব আসন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। যা ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে। গত ১৯ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-০১ অধিশাখার উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক স্মারকে আসন বাড়ানোর এ তথ্য জানানো হয়। ২০২০ সালের নভেম্বরের ওই সিদ্ধান্তের আওতায় ১০টি আসন বেড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক)। চমেক সূত্রে জানা যায়, এতদিন চমেকের এমবিবিএস কোর্সে ২২০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হতো। ১০টি আসন বৃদ্ধি পাওয়ায় এবার থেকে অতিরিক্ত ১০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে এ কলেজে। তবে বিডিএস কোর্সে আগের ৬০ আসন অপরিবর্তিত রয়েছে।