চার ভেন্যুতে চলছে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণে সংশ্লিষ্ট ১৬ হাজার প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে নগরীর ৪টি কেন্দ্রে এই প্রশিক্ষণ শুরু হয়, যা চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।
প্রশিক্ষণ কেন্দ্রগুলো হলো, পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় (বালিকা শাখা), সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও রহমানিয়া উচ্চ বিদ্যালয়। সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণে স্কুল শিক্ষকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা স্বাস্থ্যবিধি মেনে অংশ নিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আজাদীকে জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে মোট ১৬ হাজার ১৬৩ জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করছেন। এর মধ্যে মোট প্রিজাইডিং কর্মকর্তা ৭৩৫ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৫ হাজার ৯০২ জন এবং পোলিং কর্মকর্তা ১০ হাজার ২৬৮ জন। নগরের নয়টি ভেন্যুতে ৫ দিন ধরে এই প্রশিক্ষণ চলবে। প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচন। এবারের নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থীসহ মোট ২৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪১টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সিটি করপোরেশন এলাকায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।

পূর্ববর্তী নিবন্ধহৃদরোগ বিভাগে নতুন সংযোজন হার্ট ফেইলিউর ক্লিনিক
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ডাকাত সন্দেহে গণপিটুনি নিহত ১