বীর চট্টলায় বিএনপি-জামায়াতের প্রার্থী মেয়র হলে কলঙ্কজনক অধ্যায় হবে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আবুল হোসেন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ১১:২৪ পূর্বাহ্ণ

বীর চট্টলায় বিএনপি-জামায়াতের প্রার্থী মেয়র হলে কলঙ্কজনক অধ্যায় হবে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে রেজাউল করিম চৌধুরীকে ভোট দিয়ে বিজয়ী করতে চট্টগ্রাম শহরে বসবাসীকারী দক্ষিণ জেলার জনগণের প্রতি আহ্বান জানান। গতকাল চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পৌরসভা নির্বাচন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মোতাহেরুল ইসলাম চৌধুরী, মো: ইদ্রিস, আবু সুফিয়ান, হাবিবুর রহমান চেয়ারম্যান, অ্যাডভোকেট জহির উদ্দিন, প্রদীপ কুমার দাশ, খোরশেদ আলম, আবু জাফর, গোলাম ফারুক ডলার, অ্যাডভোকেট মুজিবুল হক, বোরহান উদ্দিন এমরান, আবদুল কাদের সুজন, নুরুল আবছার চৌধুরী, ডা. তিমির বরণ চৌধুরী, শাহনেওয়াজ হায়দার শাহীন, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, অ্যাডভোকেট আবদুর রশিদ, আবদুল মতিন চৌধুরী, বিজয় কুমার বড়ুয়া, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, চেয়ারম্যান নাছির আহমদ, দেবব্রত দাশ, মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ, বিজন চক্রবর্ত্তী প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহাবুবুল আলম খোকা, আ ক ম শামসুজ্জামান, অধ্যাপক হারুনুর রশিদ, নুরুল আমিন চৌধুরী, ফারুক চৌধুরী প্রমুখ। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাথে সমন্বয় করার জন্য পটিয়া পৌরসভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ পৌরসভায় সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, হাবিবুর রহমান ও সাতকানিয়া পৌরসভায় সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিসকে দায়িত্ব প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআইসিএমএবিতে ইনোভেশন ল্যাব স্থাপন করল রবি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাতের মৃত্যু