নাট্যদল প্রসেনিয়ামের দ্বিতীয় সভা গত ১৬ জানুয়ারি এম এম আলী রোডে দলের মহড়া কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রসেনিয়াম সভাপতি প্রতীক গুপ্ত ও সাধারণ সম্পাদক রাকিবুল কামাল।
সভায় দলের প্রথম নাটক হিসেবে বাদল সরকারের ‘সারারাত্তির’ মঞ্চায়নের সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে মোকাদ্দেম মোরশেদের নির্দেশনায় নাটকের মহড়া শুরু হয়। প্রেস বিজ্ঞপ্তি।