আবু মনসুর স্মৃতি সংসদ ও গাউসিয়া কমিটির উদ্যোগে রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতা আবু মনসুরের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মির্জা হোসাইনিয়া মাদরাসা প্রাঙ্গনে গত ৮ জানুয়ারি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহের উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারী কলেজের অধ্যক্ষ সুজা উদ্দিন, গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি লোকমান হোসেন, ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান নুরুল্লাহ, নাছির উদ্দিন রিয়াজ, দিদারুল আালম। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, মাওলানা ইয়াসিন হায়দার, জমির হোসেন মাস্টার প্রমুখ। ছাত্র নেতা গোলাম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু মনছুর স্মৃতি সংসদের সভাপতি মোস্তফা ইকবাল টিপু। অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল এবং এতিম ছাত্র ও এলাকার দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।