কক্সবাজারের পেকুয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৬ষ্ঠ খেলা গত শনিবার বিকালে উপজেলার টইটং উচ্চ বিদ্যালয় সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজারের কোনাখালী খেলোয়াড় সমিতিকে ১-০ গোলে পরাজিত করে চট্টগ্রামের হাটহাজারী আরজি ফুটবল একাডেমি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় হাটহাজারী আরজি ফুটবল একাডেমির গোলরক্ষক মোহাম্মদ হারুন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ এম এম শাহাজাহান, শীলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহীম, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আজম খান, উপজেলা সমবায় অফিসার কামাল পাশা। এছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ও টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম চৌধুরী, ইউপি সচিব আব্দুল আলিম, টইটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার ফরিদুল আলম, পেকুয়া ইন্টারনেট সার্ভিসের স্বত্বাধিকারী নুরুল আমিন প্রমুখ।