নাফ নদীতে বিজিবির সাথে মাদক পাচারকারীদের গোলাগুলি

৫ লাখ ২০ হাজার ইয়াবাসহ অস্ত্র উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

টেকনাফে নাফ নদীতে মাদক পাচারকারীদের সাথে বিজিবি’র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে নাইট ভিশন ডিভাইস ব্যবহার করে বিজিবি সদস্যরা পাচারকারীদের অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করেন। গোলাগুলির পর নৌকা থেকে ৫ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, রবিবার গভীর রাতে ওমরখাল এলাকা দিয়ে নাফ নদী পার হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে দেখে দমদমিয়া বিওপি’র একটি বিশেষ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে অভিযান শুরু করে। নাইট ভিশন ডিভাইস দ্বারা টহলদল ৩-৪ জন মাদক ব্যক্তিকে মিয়ানমারের লালদ্বীপ হতে নৌকাযোগে তাদের আসতে দেখে স্পিড বোট ও দেশী বোট দিয়ে চারদিকে ঘেরাও করে ফেলা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা অতর্কিতভাবে গুলি বর্ষণ করে। তাৎক্ষণিক বিজিবি সদস্যরাও পাল্টা গুলি বর্ষণ করেন। বিজিবি টহলদলের সমন্বিত গুলি বর্ষণে ইয়াবা কারবারীরা গুলিবিদ্ধ অবস্থায় নদীতে ঝাঁপিয়ে পড়লে ভাটার টানে পানিতে ডুবে যায়। গোলাগুলির থামার পর টহলদলের সদস্যরা চোরাকারবারীদের ব্যবহৃত নৌকা থেকে ৫ টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করেন। বস্তাগুলোতে ৫ লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। নৌকা থেকে একটি দেশীয় তৈরী বন্দুক, ২ রাউন্ড কার্তুজ এবং ১টি ধারালো কিরিচও উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ১৪টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ
পরবর্তী নিবন্ধউন্নয়নবঞ্চিত মোহরা ও পূর্ব ষোলশহর হবে আধুনিক উপশহর