পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার

প্রাইম মুভার ট্রেইলার সিবিএর সভায় এমপি শাজাহান খান

| রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খান এমপি বলেছেন-পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। পরিবহণ সেক্টর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর। পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দিতে হবে মালিকদের, অন্যথায় আমরা কঠোর হতে বাধ্য হবো। সড়ক পরিবহন শ্রমিকেরা অর্থনীতির রক্ত প্রবাহ। তাই পরিবহন শ্রমিকদের নিয়ে কেউ ছিনিমিনি খেললে সহ্য করব না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পরিবহন শ্রমিকদের কল্যাণে কাজ করছেন। গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম বন্দর রিপাবলিকান ক্লাবে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন (সিবিএ) এর বার্ষিক সাধারণ সভা ও মৃত শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিকী, অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করেন-মো. হাফেজ আহাম্মদ। সভায় প্রধান বক্তা ছিলেন-বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) এর সভাপতি মৃনাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন-জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি মো. শফর আলী, ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সাধারণ সম্পাদক মছিউদ্‌দৌলা, আবুল বাহার, মোহাম্মদ মুছা, অলি আহাম্মদ, শফিকুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন- জামালুর রশিদ, মো. সেলিম খান, আবুল খায়ের, টিপু, হুমায়ন কবির, গোলাম মাওলা, মো. শফি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আবদুর রহিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় এক কৃষকের দুই গরু চুরি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৫ জন