সেগুন কাঠভর্তি পিকআপ ও ভটভটি জব্দ, আটক ৩

অবৈধ পাচার

| রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

অবৈধভাবে পাচারকালে সেগুনসহ প্রায় ৫০০ ঘনফুট কাঠভর্তি পিকআপ ও একটি ভটভটি জব্দ করা হয়েছে। এসময় ৩ জন পাচারকারী আটক করা হয়। গত ১৫ জানুয়ারি রাতে ও গতকাল সকালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জের বিশেষ টহলদল ও র‌্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে।
গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানার কুয়াইশ কলেজের সামনে পাকা রাস্তা এলাকায় গতকাল এ অভিযান পরিচালনা করা হয়। গত ১৫ জানুয়ারি রাতে শহর রেঞ্জের বিশেষ টহলদল অপর এক অভিযান চালায়। এ ব্যাপারে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শহর রেঞ্জ কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার ব্রজ গোপাল রাজবংশী জানান, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে কাঠ পাচার রোধে অভিযান জোরদার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ফ্রন্টের মেয়র প্রার্থী হলেন আলী হোসাইন
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করতে শিক্ষকদের ভূমিকা রয়েছে