সাকিব-তামিমকে বড় হুমকি মানছে উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

সবশেষ বাংলাদেশ সফরে সাকিব আল হাসান ও তামিম ইকবালের বিপক্ষে বেশ ভুগতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। এবারের মাঠের লড়াই শুরুর আগে তাদেরকেই সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স। বাংলাদেশে গত সফরে টেস্টে হোয়াইটওয়াশড হয়েছিল ক্যারিবিয়ানরা, হেরেছিল ওয়ানডে সিরিজ। ওই দুই সিরিজেই দলকে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাকিব-তামিম। নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরেছিলেন সাকিব। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সেই টুর্নামেন্টে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাই ছন্দে ফিরতে নিশ্চয় মরিয়া থাকবেন তিনি। পারফর্ম করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে মুখিয়ে থাকবেন ওয়ানডের নতুন অধিনায়ক তামিমও। সব মিলিয়ে দুইজনেরই চোখ আসছে সিরিজটিতে।
দেশের মাটিতে ২০১৮ সালে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৩ রান করেছিলেন তামিম। সাকিবের রান ছিল এক ফিফটিতে ৯৫। বাঁহাতি স্পিনে উইকেট নিয়েছিলেন তিনটি।

পূর্ববর্তী নিবন্ধতিন নতুন মুখ নিয়ে বাংলাদেশ দল ঘোষণা
পরবর্তী নিবন্ধইছা দুলাল ও দেলোয়ার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট হাটহাজারী আলোকন সংঘ চ্যাম্পিয়ন