খুলশী কলোনী হাজি আবদুল হান্নান স্মৃতি সংসদ আয়োজিত হাজি আবদুল হান্নান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে গত শুক্রবার রাতে। খুলশি কলোনী মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন খুলশী থানার ওসি শাহীনুজ্জামান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী ফাড়ি ইচার্জ মোহাম্মদ নোমান, হাজি আবদুল হান্নান ট্রাস্টের কর্মকর্তা যথাক্রমে শহীদ হান্নান, সাব্বির হান্নান, ওমর হান্নান, আরিফ হান্নান, তারিক হান্নান, রাসেল হান্নান, ফয়সাল হান্নান এবং আশরাফুল আল, তাহসিন। অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করার পাশাপাশি এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।