আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম শাখার উদ্যোগে এম. এম আলী রোডস্থ আঞ্জুমান কার্যালয়ের অফিস চত্বরে গতকাল শনিবার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানের নির্বাহী সদস্য ও উপপুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহ-সাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী, নিবাহী সদস্য হাজী জাহান্ারা বেগম (লুনা), নিজাম উদ্দীন মাহমুদ হোসাইন ,সহকারী পরিচালক মো. সেলিম নাসের প্রমুখ।
তাছাড়া আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন। কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে উপ পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর সংস্থার নেতৃবৃন্দদ্বয়কে সাথে নিয়ে আঞ্জুমান বহুতল ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।