সন্ত্রাসীরা প্রার্থীদের ওপর হামলার দুঃসাহস দেখাচ্ছে

প্রচারণাকালে শাহাদাত

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি অবাধ, নিরপেক্ষ, সুন্দর পরিবেশে চসিক নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে বার বার আহ্বান জানানোর পরও তারা কোন উদ্যোগ নিচ্ছেন না। এখন সন্ত্রাসীরা প্রার্থীদের ওপর হামলার দুঃসাহস দেখাচ্ছে। আজকেও আমার ওপর হামলা চালানো হয়েছে।
প্রচারণার নবম দিন গতকাল শনিবার নগরের ২৬ নং উত্তর হালিশহর ও ৩৯ নং দক্ষিণ হালিশহরে গণসংযোগকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এদিকে, বিএনপির মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামে অবস্থান করছেন স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত দুইদিন ধরে নগর নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন তারা।
শনিবার হালিশহর ওয়ার্ড দুটির বিভিন্ন স্থানে দলের কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা-কর্মীদের সাথে নিয়ে পথসভা করেন ডা. শাহাদাত। কুশল বিনিময় করেন ভোটারদের সাথে। ধানের শীষ ও দলের কাউন্সিলর প্রার্থীদের জন্য ভোট চান। ডা. শাহাদাত ২৬ নং ওয়ার্ডের বি ব্লক এস ক্লাবের সামনে থেকে গণসংযোগ করেন। পরে মইন্নেপাড়া, চৌধুরীপাড়া, গলির চিপা, বারুনি ঘাট হয়ে ফুল চৌধুরী পাড়ায় গণসংযোগ শেষ করেন। এরপর ৩৯ নং ওয়ার্ডের আলী শাহ মসজিদ থেকে গণসংযোগ শুরু করে নারকেল তলা, আকমল আলী রোড, হক বাজার গলি, বন্দরটিলা, ইপজেড মোড় ও সিমেন্স হোস্টেলে পথসভা করে গণসংযোগ শেষ করেন। নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, চট্টগ্রামসহ সারাদেশের মানুষ ২৭ জানুয়ারির নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। ভয়কে জয় করে ভোটের দিন জনগণকে সাথে নিয়ে বিএনপি নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মিয়া ভোলা, এস কে খোদা তোতন, ইয়াছিন চৌধুরী লিটন, আবুল হাশেম, গাজী সিরাজ উল্লাহ, মনজুর আলম চৌধুরী মনজু, জামাল আহমেদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরফরাজ কাদের রাসেল, মোশারফ হোসেন ডেপটি, জাহাঙ্গীর আলম, রোকন উদ্দীন মাহামুদ, পাহাড়তলী থানা বিএনপির সা: সম্পাদক জসিম উদ্দীন জিয়া, মহিলা কাউন্সিলর প্রার্থী জেসমিনা খানম ও জাহিদা বেগম, নুরুজ্জামান কন্ট্রাক্টার, মাহামুদ আলম পান্না, আজাদ বাঙ্গালী, আবুল কালাম আজাদ সেলিম, জানে আলম, জাবেদ আনসারী, মোজাদ বারেক, শাহীন আহমেদ কবির, আব্দুল মান্নান, ইলিয়াস, মোশারফ জামাল, আশরাফ উদ্দীন, শরীফুল ইসলাম, মুজিবুর রহমান, আনোয়ার হোসেন আরজু, শফীউল্লাহ প্রমুখ।
এছাড়াও গতকাল দুপুরে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসনসহ ওয়াসার মোড়, কাজীর দেউড়ি, লাভলেইন, এনায়েত বাজার, নিউ মার্কেট হয়ে পুরাতন রেল সেশন এলাকায় প্রচারণা চালান স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আগেরদিন সন্ধ্যায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন। গণসংযোগে অংশ নেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।

পূর্ববর্তী নিবন্ধভোটে জিতলেন কাদেরের ভাই মির্জা
পরবর্তী নিবন্ধপাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে পুনর্বাসন করা হবে