দেশে শনাক্ত রোগী সোয়া ৫ লাখ ছাড়াল

| শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৮:৫৩ পূর্বাহ্ণ

পঁচিশ দিনে আরও পঁচিশ হাজার রোগী শনাক্ত হওয়ায় দেশে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সোয়া পাঁচ লাখ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৮১৩ রোগী শনাক্ত হয়েছে দেশে; তাতে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জনে। আর গত এক দিনে এ ভাইরাসে আরও ১৬ জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা পৌছছে ৭ হাজার ৮৪৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৮৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন হয়েছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধ২০ লাখ উপকারভোগীর ভাতা যাবে বিকাশে
পরবর্তী নিবন্ধনৌকার প্রার্থী রেজাউলের সমর্থনে প্রচারণা