করোনার কারণে এবার সংক্ষিপ্ত পরিসরে পালিত হলো চন্দনাইশের শুক্লাম্বর দিঘীর মেলা। মেলা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ভোর থেকে পূজার্থীরা আসতে থাকেন উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুড়ি এলাকার শুক্লাম্বর দিঘীর পাড়ে। ভোর থেকে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে পূজার্থীর সংখ্যাও। মেলা উপলক্ষে অন্যান্য বছর দিঘী সংলগ্ন এলাকায় বিশাল মেলা বসলেও এবার মেলা বসেনি বলে জানান শুক্লাম্বর মন্দির উন্নয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক পরিমল দেব। তিনি জানান, ভোর থেকে পূজার্থীরা সরকারি নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি মেনে দিঘীর জলে ্লানের পর পূজা দিয়ে ফিরে যাচ্ছেন। জানা যায়, শত শত বছর ধরে সনাতনী সমপ্রদায়ের মহামিলন ক্ষেত্র হিসেবে প্রতিবছর মাঘ মাসের প্রচন্ড শীতকে উপেক্ষা করে এখানে বসে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘী মেলা। মনোবাসনা পূরনের মেলা হিসেবে সনাতনী সমপ্রদায়ের কাছে অধিক পরিচিত এ মেলা। শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নয় মেলা দেখতে আসেন স্থানীয় মুসলিম, বৌদ্ধসহ সব ধর্মের মানুষও। শুক্লাম্বর মন্দির উন্নয়ন কমিটির সভাপতি হারাধন দেব বলেন, এবছর আমরা স্বল্প পরিসরে আয়োজন করেছি মেলার। শুধুমাত্র দূরদূরান্ত থেকে আসা পূজার্থীরা যাতে নিবিঘ্নে পূজা দিতে পারেন তার ব্যবস্থাই ছিল। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ মেলা শেষ হয়েছে বলেও জানান তিনি।