সিরিজ জেতাই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৮:২৬ পূর্বাহ্ণ

করোনাকালে প্রথম কোন আন্তর্জাতিক দল খেলতে এসেছে। আগামী ২০ জানুয়ারী থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ন্যুনতম দুটি ম্যাচ জিততে চাইছেন ওয়েস্ট ইন্ডিজ দলের ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মদ। আগামী ২০ জানুয়ারি তামিম ইকবালদের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে জেসন মোহাম্মদ ও তার দল। যার শেষ হবে ২৫ জানুয়ারি। তিন ম্যাচ সিরিজের ওয়ানডের ন্যুনতম দুটি ম্যাচ তাদের জেতা চাই-ই চাই। গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। জেসন বলেন, অবশ্যই আমরা সিরিজ জিততে চাই এবং ধারাবাহিক ক্রিকেট খেলেই এই লক্ষ্যে পৌঁছাতে চাই। মহামারিকালে সিরিজ উপলক্ষে গত রোাববার বাংলাদেশে এসে তিন দিন টিম হোটেলে কোয়ারেন্টাইনে ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার এবং টিম ম্যানেজম্যান্টের সদস্যরা। গতকাল চতুর্থ দিনে হোম অব ক্রিকেটে শুরু করেছে দলীয় অনুশীলন।
কোয়ারেন্টাইনের দিনগুলো মোটেও সহজ ছিল না বলে জানালেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক। তিনি বলেন তিন দিনের আইসোলেশন কঠিন ছিল। বাইরের খোলা বাতাসে অনুশীলনে আসতে পেরে খুবই ভাল লাগছে। এসময় ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল নিয়েও নিজের ভাবনা কথা জানান জেসন। তিনি বলেন, বাংলাদেশ অবশ্যই ভাল দল। সাদা বলে ওরা খুবই ভাল খেলে। তাছাড়া খেলা হবে বাংলাদেশের নিজেদের মাঠে। তবে আমরা সামনে তাকাতে চাইছি। শুধু ব্যাটিং কিংবা বোলিং নয়। আসন্ন সিরিজ নিজেদের করে নিতে ক্যারিবিয়রা তিন বিভাগেই ধারাবাহিক থাকবে বলে জানালেন ওয়ানডে অধিনায়ক। সিরিজ জিততে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যতটা সম্ভব তিন বিভাগে ধারাবাহিক থাকতে।

পূর্ববর্তী নিবন্ধশতাব্দী একাডেমি ও রাঙ্গুনিয়া একাদশ জয়ী
পরবর্তী নিবন্ধব্যাটে-বলে ব্যর্থ হলেন সাকিব