৭৮৬

| শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

আর তোমরা যে উত্তম বস্তু দান করো, তা তোমাদেরই মঙ্গল এবং তোমাদের ব্যয় করা উচিত নয়, কিন্তু আল্লাহরই সন্তুষ্টি চাওয়ার উদ্দেশ্যে আর যে সম্পদ দেবে তা তোমাদেরকে পুরোপুরি দেওয়া হবে এবং কম দেওয়া হবে না।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৭২) সূরা বাক্বারা।

অত্যন্ত ক্রোধপরায়ণ ব্যক্তি আল্লাহর নিকট সর্বাপেক্ষা অধিক অপ্রিয়।
– আল-হাদিস (নাছায়ী, তিরমিজী)।

মা-বাবাকে ভালোবাসা শ্রদ্ধা করা প্রকৃতির প্রথম আইন।
– ভ্যালিরিয়াস ম্যাক্সিমিয়াম।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি উদ্যোগে টিকা দিতে নীতিমালা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধসামাজিক আন্দোলনের মাধ্যমে অপরাধীদের প্রতিরোধ ও ব্যক্তি সচেতনতা বাড়াতে হবে