চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে উপলক্ষ্যে দলীয় প্রচারণার ৭ম দিনে গতকাল বৃহস্পতিবার নগরীর ২৫নং রামপুর, ১১নং দক্ষিণ কাট্টলী ও ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
গণসংযোগকালে বিভিন্ন পথসভায় সমম্বিত প্রয়াসে চট্টগ্রাম নগরবাসীর সকল প্রকার দুর্ভোগ দূর করে চট্টগ্রামকে নান্দনিক স্বপ্নপুরী হিসেবে গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের মানুষের দাবি, আমার দাবি। চট্টগ্রামের মানুষের সমস্যা, আমার সমস্যা। উন্নত চট্টগ্রামের দাবি, আমারও দাবি।
তিনি বলেন, চট্টগ্রামের সন্তান হিসেবে, চট্টগ্রামের মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে আমি ২৭ তারিখের মেয়র নির্বাচনে নৌকা প্রতীকে আপনাদের ভোট চাই। যাতে আমার ও আমার চট্টগ্রামের মানুষের দাবিগুলো বাস্তবায়ন করতে পারি। আপনাদের চূড়ান্ত রায় যদি আমার নেত্রীর মনোয়নের সাথে মিলে এবং নৌকায় ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেন, আমি সমম্বিত পরিকল্পনায় সেবার মান উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করব, নাগরিক দাবিসমূহ পূরণ করব। বক্তব্যে তিনি দেশব্যাপী সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, এ টি এম পেয়ারুল ইসলাম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, মাহফুজুল হায়দার চৌধুরী লোটন, এরশাদুল আমীন, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক মো. ইসমাইল, সাধারণ সম্পাদক আসলাম হোসেন সওদাগর, ২৫নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সবুর লিটন, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছাবের আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম মজমুদার, মহানগর মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ১১, ২৫ ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হুরে আরা বেগম প্রমুখ।
এসময় তারা উন্নয়নের নেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে চট্টগ্রামে উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে আরো গতিশীল করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগ জনগণের কল্যাণের রাজনীতি করে উল্লেখ করে রেজাউল করিম বলেন, চট্টগ্রামে নাগরিক অধিকার নিশ্চিত করতে আমি সবসময় আন্দোলন সংগ্রামে মুখর ছিলাম, ভবিষ্যতেও থাকব।
এছাড়াও গতকাল দুপুরে নগরীর ২৪ নং আগ্রাবাদ ওয়ার্ডস্থ মনছুরাবাদ ও মোল্লাপাড়া এলাকার জনসাধারণের সাথে মতবিনিময় ও আওয়ামী লীগ দলীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। সৈয়দ মো. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ টি এম পেয়ারুল ইসলাম, সৈয়দ মাহমুদুল হক, সিরাজুল ইসলাম, আবদুস সামাদ, জাহাঙ্গীর আলম, আবদুর রহমান মিয়া, আবদুল বারেক, এম এ হান্নান কাজল, নাজমুল হক ডিউক, ওসমান গণি আলমগীর, রবিউল হাসান সুমন, কাজী মাহমুদুল হাসান রনি, আরিফুল ইসলাম, আবদুল্লা জুবায়ের হিমু, বেলাল সাত্তার, সাইফুদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।