খাগড়াছড়ির দীঘিনালায় ইটভর্তি ট্রাক্টর চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার পুলিন হেডম্যান কার্বারি পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীঘিনালা থেকে বাবুছড়াগামী যাওয়ার সময় একটি ইটভর্তি ট্রাক্টর সুজন চাকমাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় স্থানীয় লোকজন ড্রাইভার হানিফ (২৮) কে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। জানা যায়, নিহত শিক্ষার্থী সুজন চাকমা (৭) বানছড়া আনন্দময় স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উওম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসময় নিহত শিক্ষার্থীর লাশ দাহ্য করার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে দীঘিনালা সেনা জোন ও দীঘিনালা থানা। এদিকে ফটিকছড়ি প্রতিনিধি জানান, ভূজপুর থানা দাঁতমারা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আবদুল কাদের (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় দাঁতমারা ইউপির শান্তিরহাট বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। ভূজপুর থানার পুলিশ সূত্র জানায়, আবদুল কাদের একজন অসহায় লোক। তিনি ভিক্ষা করে কোনরকম জীবনযাপন করছিল। সে চোখে কম দেখতো, রাস্তা দিয়ে হাঁটার সময় মোটরসাইকেলটি এসে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় কোন মামলা না হলেও নিহতের স্থানীয় অভিভাবকের জিম্মায় লাশ দাফনের জন্য বুঝিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ভূজপুর থানার ডিউটি অফিসার।