চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সংঘাত-সহিংসতা রোধে কঠোর হচ্ছে মহানগর পুলিশ। নগরীর আগ্রাবাদে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের দুই দিনের মাথায় চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে। ইতোমধ্যে সিএমপির পক্ষ থেকে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং গতকাল বৃহস্পতিবার রাত থেকে নগরজুড়ে বিশেষ টহল শুরু করা হয়েছে। এছাড়া গতকাল নগর পুলিশের মাসিক অপরাধ সভায়ও সিএমপি কমিশনারের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘নগরজুড়ে চেকপোস্ট ও নজরদারি বাড়াতে বলা হয়েছে এবং নির্বাচনের আগ পর্যন্ত এ বিশেষ টহল চলবে।’ পুলিশের ‘মুভমেন্ট’ বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেজন্যই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
গতরাতে নগরীর বৌদ্ধ মন্দির মোড়ে তল্লাশিতে অবস্থান করা নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, ‘মাসিক অপরাধ সভায় কমিশনার স্যার নির্দেশনা দিয়েছেন চসিক নির্বাচনকে ঘিরে পুলিশের নজরদারি বাড়ানোর। পুলিশ সদস্যরা বিশেষ করে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস তল্লাশি করছে। এখানে অনৈতিক কিছু হচ্ছে কি না পর্যবেক্ষণ করছি।’
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘ভোট আনন্দের, ভোট উৎসবের, একে আমরা আতঙ্কের হতে দেব না। সবাই নিয়ম নেমে প্রচার-প্রচারণা করবেন। এর ব্যত্যয় ঘটলে আমরা ব্যবস্থা নেব।’ তিনি বলেন, ‘আমরা মোড়ে মোড়ে চেকপোস্ট করছি। অলিগলিতে গাড়ি-মোটরসাইকেল দিয়ে পুলিশ সদস্যরা টহল শুরু করেছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা তথ্যও সংগ্রহ করছি। প্রার্থীদের সাথেও ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখছি. যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে।’