চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৭ জানুয়ারি। নির্বাচন উপলক্ষে গণসংযোগ আর প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
জাহাঙ্গীর আলম দুলালের গণসংযোগ :১৩ নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল গতকাল বুধবার গণসংযোগ পূর্ব পথসভায় বলেন, নির্বাচিত হলে গৃহহীনদের সরকারী খাস জমিতে পুনর্বাসনের ব্যবস্থা করে দিবেন। দুলাল বলেন, বিদ্যুৎ ও পানি নিষ্কাশনের সমাধান করা হবে। গণসংযোগে উপস্থিত ছিলেন রেল শ্রমিক দলনেতা ইবায়দুল্লাহ, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, তথ্য ও গবেষণা সম্পাদক নুর আলম, মোহাম্মদ মিল্টন, মো. জসিম, মো. আমিন, এনামুল হক মানিক, আবদুর রহমান, মো. হোসেন, মো. জজ মিঞা, মো. সুমন, মো. শামীম, মো. জাকির, মো. বাবুল, মো. রিংকু, মো. মিজান, শামসুদ্দিন শামসু, মো. মনু প্রমুখ।
হাসান মুরাদ বিপ্লবের গণসংযোগ : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ফিরিঙ্গী বাজারের চেয়ারম্যানঘাটায় ব্যাপক গণসংযোগ করেন।
গতকাল বুধবার বিকাল ৪টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শিক্ষক শাহাদাত হোসেন, হাজী নাছির আহম্মদ, মো. হোসেন সওদাগর, নূরউদ্দিন চৌধুরী বাবুল, হাজী ইউনুস সওদাগর, হাজী শামসুল আলম সওদাগর, নূর মোহাম্মদ, খালেক হোসেন, শাওন শামীমুল হক, মিজানুর রহমান, মো. নাছির, খোরশেদ আলম রহমান, তাজউদ্দীন রিজভী, সাইফুদ্দিন আহমেদ, তানভীর আহমেদ রিংকু, ওসমান গনি মানিক, ফজলে হাসান চৌধুরী, ইসতেহার উদ্দিন, পারভেজ, জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ, এনামুল হক, ওসমান গনি বাপ্পী, আবদুল মতিন, তারাপদ দাশ, মো. মাসুম, রাশেদ জয়, আক্তার মিয়া, মো. রাশেদ, আলাউদ্দিন বাপ্পী, ইয়াসিন সুমন, মিজানুর রহমান জসীম, মো. মুরাদ, জমির উদ্দিন পারভেজ, নুরুল আজিম, অসিউর রহমান, সাফফাত বিন আমিন, শফিউল আজম জনি, মো. আজম, মো. নজরুল, মো. জাহাঙ্গীর, মো. জাবেদ, আবুল কালাম, অনিন্দ্য দেব, সুলতান সম্রাট, মো. নাবেদ, আবু তৈয়ব মিজান, মো. ইশতিয়াক আহমেদ, মো. সাইদুল প্রমুখ। গণসংযোগকালে তিনি বলেন, পাঁচ বছর ব্যবসায়ী ও শ্রমিক ভাইদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।
জহরলাল হাজারীর মতবিনিময় : আসন্ন চসিক নির্বাচনকে সামনে রেখে পৌর জহুর মার্কেট, ইসলামিয়া মার্কেট ও পুরাতন গীর্জা দর্জি শ্রমিক লীগের আয়োজনে নৌকা, মিষ্টি কুমড়া ও হেলিকপ্টার মার্কার সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মো. সুজনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহরলাল হাজারী। আরও বক্তব্য রাখেন, মহানগর শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবু, সাবের আহমেদ, আকবর আলী, দর্জি শ্রমিক লীগ সভাপতি জামাল উদ্দিন লিটন। সভায় আরও উপস্থিত ছিলেন, ফরিদ, সমিরুল ইসলাম তুহিন, জয়নাল আবেদিন, মো. মোরশেদ, মো. মাহিন, মো. আবুল হোসেন, মো. আলাউদ্দিন, বিপ্লব চৌধুরী প্রতাপ, লিটন দাশ, জয় চৌধুরী, বিরাম চক্রবর্তী, নিপু শর্ম্মা, উৎপল দাশ প্রমুখ।
জহুরুল আলম জসিমের গণসংযোগ : ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জহুরুল আলম জসিম বলেন, পুনরায় কাউন্সিলর নির্বাচিত হলে পাহাড়তলী ওয়ার্ডকে নান্দনিক মডেল ওয়ার্ড গড়ে তুলবো। এ জন্য পাহাড়তলী ওয়ার্ডের সচেতন নাগরিক সমাজের আন্তরিকতা লাগবে। গত ১২ জানুয়ারি দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ধারাবাহিক প্রচারণায় ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের নিউ শহীদ লেইন ও শহীদ লেইনে জসিম গণসংযোগ করেন। এ সময় কাউন্সিলর প্রার্থী জসীম স্বাস্থ্য সুরক্ষার জন্য জনগণের মাঝে মাস্ক প্রদান করেন। সন্ধ্যায় কাউন্সিলর প্রার্থী জসিমের নির্বাচনী মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রমজীবী, কৃষক, ব্যবসায়িক ও বিভিন্ন শ্রেণির রাজনৈতিক নেতৃবৃন্দ।
সাহেদ ইকবাল বাবুর গণসংযোগ : নগরীর ২নং জালালাবাদ ওয়ার্ডের পূর্ব কুলগাঁওয়ের খন্দকিয়া হিন্দু পাড়ার আশপাশ এলাকায় নৌকা ও ঝুড়ি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী সাহেদ ইকবাল বাবু, হাজী এয়ার মুহাম্মদ, হাজী মো. ইব্রাহিম, দোলন কুমার বিশ্বাস, রাশেদুল হাসান, মো. ইদ্রিস, রনজিৎ মহাজন, হামিদুল হক ছবি, মো. সেলিম, উৎপল মুহুরী, দিলীপ মুহুরী, পলাশ বিশ্বাস, টিটু বিশ্বাস।
জাহাঙ্গীর আলমের সমর্থনে সভা : ১৩ নাম্বার ওয়ার্ডের আওতাধীন স্কুল কেন্দ্রের বিএনপি মনোনীত চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাতের ধানের শীষ ও কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলালের ঘুড়ি মার্কার সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস কে কোদা, তোতন রহমান, স্বপন গুগোল, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও নবগঠিত কমিটির সদস্য মনোনীত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল।
৩৯ নং ওয়ার্ডে নৌকার সমর্থনে গণসংযোগ : ৩৯ নং ওয়ার্ড ও ইপিজেড থানা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বন্দরটিলা, সিইপিজেড সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন সাবেক মহিলা কাউন্সিলর শাহানুর ও ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন। এতে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন ফারুক সুলতানা, কামরুনাহার বেবী, নাছিমা আক্তার, নাছিমা বেগম, রোকসানা বেগম, রুমানা আক্তার, বেগম খায়রুননেছা, নিলুফার ইয়াছমিন, কাবুননেচ্ছা, বিলকিস আলম, সাহিন আক্তার, ফাতেমা নার্গিস, রোজী আক্তার, জোলেখা বেগম, মায়া কুসুম, গীতা রানী সরকার, আসমানী ঝুমুর, রীতা শেখ, রীনা বড়ুয়া প্রমুখ।
কাউন্সিলর প্রার্থী মহসীনের গণসংযোগ : ৮ নং শুলকবহর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসীন চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমাহিলস্থ মসজিদ সংলগ্ন কবর জেয়ারতের মাধ্যমে মেয়র গলি, কসমোপলিটান, হিলভিও, আদর্শপাড়া সহ আশপাশের এলাকাগুলোতে গণসংযোগ করেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন মনিরুজ্জাম চৌধুরী, মো মনসুর, মো. নাজিম হোসেন, শাহাজান হামেদী, মো. আজম হোসেন, শিবু প্রসাদ, নারীনেত্রী পারভিন আক্তার, ঝরনা বেগম, শিরিন আক্তার, নারগিস বেগম, কলি বড়ুয়া, আসমা বেগম, নুর জাহান, ইসরাত বেগম, শিওলি বেগম, মানোয়ার বেগম, আয়শা আক্তার, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম মানিক, মো. বোরকান উদ্দিন আইদিত, মো. হোসেন, মো. শাওয়াল, মো. শাকিল, মো. শফিকুল ইসলাম, মো. সাইফুল প্রমুখ।
৪১ নং ওয়ার্ডে ছালেহ আহমদ : আসন্ন চসিক নির্বাচনে ৪১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছালেহ আহমদ চৌধুরী গতকাল দক্ষিণ পতেঙ্গার বিজয় নগর এলাকায় গণসংযোগ শুরু করেন। এর আগে তিনি হযরত নিজাম উদ্দিন আওলিয়ার মাজার জিয়ারত ও বিজয় নগর কবরস্থানে প্রয়াত আওয়ামী লীগের নেতৃবৃন্দের কবর জিয়ারতের মাধ্যমে গণসংযোগ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ৪১ নং ওয়ার্ডে চলমান ১৬ কোটি টাকার কাজসহ প্রায় উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। বাকী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর মনোনীত নৌকা, ঘুড়ি ও গ্লাস মার্কার প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম টেন্ডল, আবুল হোসেন ভান্ডারী, সামসুল আলম, আইয়ুব আলী প্রমুখ।
রাধা রানী দেবী : নগরীর ২৫নং রামপুর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ১১, ২৫ ও ২৬নং (দক্ষিণ কাট্টলী-রামপুর-উত্তর হালিশহর) ওয়ার্ডের সংরক্ষিত-১০ আসনের কাউন্সিলর পদপ্রার্থী রাধা রানী দেবী। গত ১২ জানুয়ারি রামপুর চিনাবাড়ি, ধোপাপাড়া, সাতবাড়ি, মধ্যম রামপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে তার প্রতীক বই মার্কায় ভোট চান। এসময় উপস্থিত ছিলেন ফেরদৌস হুদা চৌধুরী, মিজানো রহমান কাজল, মোহাম্মদ হোসেন, এরশাদ হোসেন, মাজহারুল আমিন জামশেদ, মোহাম্মদ আলভিরাস শিশু, লাকী দেবী প্রমুখ।
পূর্ব ষোলশহরে আশরাফ : ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের হারেছ শাহ মাজার এলাকায় ঘুড়ি প্রতীকের সমর্থনে নির্বাচনী গণসংযোগ চালিয়েছে কাউন্সিলর প্রার্থী লায়ন এম আশরাফুল আলম। উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সামশুল আলম, মোহাম্মদ ইলিয়াছ, হুমায়ুন কবির, মোহাম্মদ হোসেন, সাজ্জাদ আলী খান বাহাদুর, হাফেজ আহমদ, কফিল উদ্দিন, এস এম জেড খসরু, মো. সায়েম চৌধুরী, অনুপ কুমার, মহিউদ্দিন, আসাদুজ্জামান, ফারুক চৌধুরী, মো. সাইফুদ্দিন প্রমুখ।
সরাইপাড়া ওয়ার্ডে নুরুল আমিন : ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আমিন গত ১২ জানুয়ারি ভেলুয়ার দীঘির আশেপাশের এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন এরশাদুল আমিন, এম শওকত আলী, এ বি এম লুৎফুল হক খুশী, আবু সৈয়দ খান, মুজিবুর রহমান, শেখ রাজিব আহম্মেদ প্রমুখ।
৩৯ নং ওয়ার্ডে রাসেল : নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সরফরাজ কাদের রাসেল প্রচার-প্রচারণা শুরু করেছেন। এর আগে নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপি নেতা হাজী নুরুজ্জামান, বিশেষ অতিথি থানা বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল। ৩৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আশ্রাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সঞ্চালনায়ে সভায় বক্তব্য রাখেন মো. মুজাদ বারেক, মো. জাবেদ আনসারী, মো. ইমরান হোসেন, মো. শাহজাহান, মো. আলী সাজু, মো. সাগির, মো. রিয়াজ উদ্দিন, নুর উদ্দিন মুন্না, মো. আলমগীর, মো. শরীফ, মিজানুর রহমান পারুল, ইফতেকার উদ্দিন, মো. আইয়ূব খান, সাইফুর রহমান, জসিম উদ্দিন, নওশাদ।
পশ্চিম বাকলিয়ায় শহিদুল আলম : ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শহিদুল আলম মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নৌকা, তাঁর মার্কা ঘুড়ি ও শাহিন আকতার রোজীর আনারস মার্কার সমর্থনে ওয়ার্ডের ডিসি রোড মিয়ার বাপের বাড়ি, দেওয়ান বাজার, বাদশা মিয়া সওদাগর বাড়ি, শিশু করস্থান সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ইউনূস কোম্পানী, সংরক্ষিত আসনের প্রার্থী শাহিন আকতার রোজী, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ করিম টিটু, গোলাম আজম, অ্যাডভোকেট মোস্তফা নাজিম পাশা, মুজিবুর রহমান, কামাল আহমদ, মহিউদ্দিন আহমদ প্রমুখ।
কাউন্সিলর প্রার্থী শহিদুল আলম বলেন, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত হলে পশ্চিম বাকলিয়ার অপরাধ নির্মূূলে ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপন করব।